মুহাররম মাসের তাৎপর্য, করনীয় ও বর্জনীয়

মুফতী হাফীজুদ্দীন আরবী চন্দ্রবর্ষের প্রথম মাসের নাম হল মুহাররম। রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। হাদীস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “রমজানের পর আল্লাহর মাস মুহাররমের রোজা হল সর্বশ্রেষ্ঠ”।(সহীহ মুসলিম ১/৩৬৮, হাদিস নং ২৮১২, সুনানে আবু দাউদ-২৪৩১, মুসনাদে আহমদ-৮৫১৫)। পবিত্র কুরানে এ … Continue reading মুহাররম মাসের তাৎপর্য, করনীয় ও বর্জনীয়